ক্রীড়া ডেস্ক :
কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আরব আমিরাত আইপিএল আয়োজন করতে রাজি হয়নি।
এদিকে, পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। গত রাতে জম্মুসহ ভারতের সীমান্তবর্তী কয়েকটি এলাকায় মিসাইল হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই উত্তেজনার মধ্যে নিরাপত্তার কারণে ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথে বাতিল করা হয়।
পরিস্থিতি বিবেচনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে।
এই ঘটনা দুই দেশের ক্রীড়া জগতে অনিশ্চয়তা তৈরি করেছে। বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না।