বিনোদন ডেস্ক :

২০০০-২০০৭ সালে বলিউডে সব চেয়ে আলোচিত একটি মুখ ছিল প্রীতি জিন্তা। ২০০০ সালে পরিচালক কুন্দন শাহার ‘ক্যায়া কেহনা’ সিনেমা দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র জগতের পথ চলা।

এরপর তিনি হর দিল জো প্যায়ার করেগা, মিশন কাশ্মীর, দিল চাহতা হ্যায়, চোরি চোরি চুপকে চুপকেসহ আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। সেই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নাইকা ছিলেন না হওয়ার পরেও ২০১১ সালে বলিউডের জনপ্রিয় পরিচালক কামাল আমরোহি প্রীতির নামে নিজের ৬০০ কোটি টাকার সম্পত্তি লিখে দেওয়ার প্রস্তাবকে ফিরিয়ে দেন।

২০০১ সালে তার বয়স ছিল মাত্র ২৬ বছর। সেই সময়েই তিনি আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। যখন অন্য অভিনেতা-অভিনেত্রীরা গ্যাংস্টারের ভয়ে আদালত পর্যন্ত যেতেই রাজি হননি সেই সময় কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়েছিলে তিনি।

ছোটা শাকিলের বিরুদ্ধে তার এই সাহসিকতার জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লাল কৃষ্ণ আডভানি প্রীতিকে সশস্ত্র নিরাপত্তা গ্রহণের পরামর্শ দেন। তবে সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন এ অভিনেত্রী।

পরবর্তী সময়ে তাকে গডফ্রে ফিলিপস জাতীয় সাহসিকতা পুরস্কারে পুরস্কৃত করা হয়।

তবে এত কিছুর পরেও মাত্র ৩২ বছর বয়সে তিনি বলিউডকে বিদায় জানিয়ে বিয়ে করে বিদেশে চলে যান। বর্তমানে আইপিএল দল পাঞ্জাব কিংস- এর মালিক প্রীতি। নিজের দলের হয়ে গলা ফাটাতে নিয়মিত মাঠে দেখা মেলে তার।

মাত্র ৩২ বছর বয়সে অভিনয় জগৎকে বিদায় জানালেও এখনও তাকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী বলে বিবেচিত করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version