বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে পাঁচ ক্যাটাগরির পদে ১২৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে কমপক্ষে ১০টি শাখা সমন্বয়ে ৩ বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন-ভাতা: শিক্ষানবিসকালে সাকল্যে ৫৭,২০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৭৪,০০০ টাকা।
২. পদের নাম: এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ১০
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতাসহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন-ভাতা: শিক্ষানবিশকালে সাকল্যে ৫১,৫০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৬২,৯০০ টাকা।
৩. পদের নাম: ইউনিট ম্যানেজার
পদসংখ্যা: ১০
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৮ বছর
বেতন-ভাতা: শিক্ষানবিশকালে সাকল্যে ৪০,২০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৪৭,৬৪০ টাকা।
৪. পদের নাম: কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার–সিডিও (ঢাকা ও খুলনা বিভাগ)
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: ন্যূনতম স্নাতক। ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছরের মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন-ভাতা: শিক্ষানবিসকালে সাকল্যে ৩০,৫০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৩৯,০২৩ টাকা।
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার-এসিডিও (ঢাকা ও খুলনা বিভাগ)
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: ন্যূনতম স্নাতক। ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা, মোটরসাইকেল চালনায় ও কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন-ভাতা
শিক্ষানবিশকালে সাকল্যে ২৬,৮০০ টাকা (প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ, উৎসাহ ভাতা, হার্ডশিপ অ্যালাউন্স, মোবাইল, টিফিন ভাতাসহ)। চাকরি স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা ৩৩,৯৮২ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ), শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতার সনদ, এক কপি ছবি এবং কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ‘ওয়েভ ফাউন্ডেশন’ শিরোনামে ২০০ টাকার পে-অর্ডারসহ প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা- ১২০৭ ঠিকানায় সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।