ঢালিউডের আলোচিত এবং সর্বদাই খবরের শিরোনামে থাকা নায়িকা শবনম বুবলী আবারও নজর কাড়লেন ভক্তদের। অভিনয়, সৌন্দর্য আর ব্যক্তিত্বের অনন্য সমন্বয়ে তিনি যেমন রূপালি পর্দায় প্রতিষ্ঠিত হয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি সবসময়ই বিশেষ মনোযোগ কাড়ে।

প্রায়ই ব্যক্তিজীবনের ছোট-বড় মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন বুবলী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একগুচ্ছ ছবি তাকে আবারও আলোচনায় এনে দিয়েছে। ছবিগুলোতে দেখা যায়—নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। খোলা চুল, স্নিগ্ধ হাসি আর মোহনীয় উপস্থিতিতে নেটদুনিয়ায় যেন ছড়িয়ে পড়েছে উষ্ণতা।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।’ সেই হাসির কারণ যেন নিজেই হয়ে উঠলেন বুবলী—এমনই মন্তব্য করেছেন অনেক নেটিজেন। কেউ লিখেছেন, ‘নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর।’ আরেকজনের ভাষায়, ‘বেগুনি পোশাকে বুবলীকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।’ অধিকাংশ অনুরাগীই তার মিষ্টি হাসির ভূয়সী প্রশংসা করেছেন।

২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শবনম বুবলীর। প্রথম ছবিতেই দর্শকপ্রিয়তার শিখরে পৌঁছান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি—সাফল্যের ধারাবাহিকতায় আজ তিনি দেশীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়িকা।

Share.
Leave A Reply

Exit mobile version