আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আর করছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার (১ অক্টোবর) নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

এদিন সকালেই তামিম কাগজপত্র হাতে হাজির হন বিসিবিতে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে অসন্তোষ ছিল তার।

তামিম ইকবাল ভোটার হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে। কাউন্সিলর হওয়ার আগেই জানা গিয়েছিল, তিনি বিসিবি নির্বাচনে প্রার্থিতা করবেন। নির্বাচনে বিজয়ী হলে এবারই প্রথম বিসিবির পরিচালক হতেন তামিম। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ যাত্রায় বোর্ডে আসা হচ্ছে না তার।

তবে কাউন্সিলরশিপ পাওয়ার পর থেকেই তামিম নানা ইস্যুতে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে অসন্তোষ প্রকাশ করছিলেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে নিয়ে সংবাদ সম্মেলনও করেন, যেখানে ইশরাক বিসিবি ঘেরাওয়ের ব্যাপারে হুঁশিয়ারি করেন। শুধু তামিম নন, মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে ক্লাব ক্যাটাগরির (২) অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের পথে হাঁটছেন। এই ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক বোর্ডে নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

এবার বিসিবির নির্বাচনে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন তামিম ইকবাল। তার মূল লড়াইটা ছিল বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন তামিম। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

Share.
Leave A Reply

Exit mobile version