এমবাপ্পে ও মেসি একসঙ্গে খেলেছেন পিএসজিতে। দুই সতীর্থ পিএসজিতে একসঙ্গে খেললেও বিশ্বকাপ ফাইনালে তাদের মুখোমুখি হতে হয়েছিল। সেখানে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে ফেরার পর ক্লাবে দুই সতীর্থের সম্পর্ক কিভাবে ঠিক হয়েছিল সেটা জানিয়েছেন ফরাসি তারকা।
সম্প্রতি ফ্রেঞ্চ টেলিভিশনকে খোলামেলা এক সাক্ষাৎকারে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। এমবাপ্পে জানান, আর্জেন্টিনার কাছে ফাইনালে ফ্রান্সের হার তাকে বেশ ক্ষুব্ধ করেছিল। ফাইনালের পর পিএসজির অনুশীলনে মেসির মুখোমুখি হওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু মেসি বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) বিশ্বকাপ জিতেছি, এটা আমার পালা ছিল।
তবে এমবাপ্পে স্বীকার করেন, ‘আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম, তবে মেসির প্রতি আমার সম্মান অটুট ছিল। মানুষটা মেসি। তাকে সম্মান জানাতেই হবে।’
এমবাপ্পে আরো বলেন, ফাইনালের পর আমাদের মধ্যে যে অস্বস্তি ছিল, তা আমরা হাসি-ঠাট্টার মাধ্যমে কাটিয়ে উঠি।
তার মতে, বিশ্বকাপ ফাইনালের মতো ঐতিহাসিক লড়াই তাদের মধ্যে বিশেষ এক বন্ধন তৈরি করেছে। ‘আমার ধারণা, সেই ফাইনাল আমাদের আরো কাছাকাছি এনেছে। আমরা একটি স্মৃতি তৈরি করেছিলাম, যা সব সময় মনে থাকবে।’
২০২২ কাতার বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা নাটকীয় টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে। বিশ্বকাপ হারানোয় রাগ থাকলেও পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসির কাছ থেকে অনেক কিছু শেখার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন এমবাপ্পে।
আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, ‘তুমি এটা কীভাবে করেছ, ওটা কিভাবে করেছ?