ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি আবারও ফিরছেন বড় পর্দায়, নতুন সিনেমা ‘দম’ নিয়ে। খানিকটা বিরতির পর তার এই ফেরা ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত।

রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও।

নতুন সিনেমা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন পূজা। তিনি বলেন, “এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ এই সিনেমায় নির্বাচিত হতে অনেক পরিশ্রম ও প্রস্তুতি নিতে হয়েছে। খুব সহজে এই সুযোগ পাইনি।”

সহশিল্পী আফরান নিশোকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পূজা আরও বলেন, “নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি সত্যিই খুব এক্সাইটেড। তিনি অসাধারণ একজন অভিনেতা, তার সঙ্গে কাজ করার ইচ্ছা অনেকদিনের। এ ছাড়া সিনেমায় চঞ্চল ভাইও আছেন— যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছিলাম।”

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলাপ করেন নায়িকা। নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়, আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেকদূর পাড়ি দিতে হবে। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।’

Share.
Leave A Reply

Exit mobile version