টলিউডের অন্যতম আদর্শ তারকা দম্পতি হিসেবে একসময় সবার প্রিয় ছিলেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে। আইনগতভাবে বিবাহবিচ্ছেদ না হলেও বর্তমানে দুজনই আলাদা বসবাস করছেন।

নেটিজেনদের গুঞ্জন, মুম্বাইয়ে থাকাকালীন এক নারীর প্রতি যীশুর ঘনিষ্ঠতা থেকেই দাম্পত্য জীবনে ফাটল ধরে। স্বামী থেকে আলাদা থাকলেও দুই সন্তানকে নিয়েই বর্তমানে জীবনযাপন করছেন নীলাঞ্জনা। পাশাপাশি একা হাতে সামলাচ্ছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘নিনি চিনিজ মাম্মা প্রোডাকশন হাউস’। পূজার আগে তিনি বাড়ির জন্য নতুন একটি নেমপ্লেট এনেছিলেন, যেখানে সচেতনভাবেই বাদ দেন স্বামীর নাম।

সম্প্রতি নিজের জীবনের নানা টানাপোড়েনের ইঙ্গিত দিয়ে একটি অর্থবহ পোস্ট করেছেন নীলাঞ্জনা শর্মা। সেই পোস্টে তিনি ভাগ করে নিয়েছেন কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি ও ব্যক্তিগত কিছু ছবি। ছবিগুলোর মধ্যে সিদ্ধার্থ সেনগুপ্ত এবং সুজাতা সেনগুপ্তের সঙ্গেও দেখা গেছে তাকে।

পোস্টের ক্যাপশনে নীলাঞ্জনা লেখেন, “কেউ নিজের ব্যথার তকমা নিয়ে ঘুরে বেড়ায় না। বিবাহবিচ্ছেদ, বাবা-মাকে হারানো, অনিদ্রা বা জীবনের হাল ছেড়ে দেওয়া—এই গল্পগুলো সবার জীবনেই থাকে। কিন্তু এইসব পেরিয়ে যদি আপনি লড়াই চালিয়ে যেতে পারেন, তবেই আপনি সত্যিকারের জীবিত। কেউ চুপ করে আছে মানে এই নয়, তার জীবনে কষ্ট নেই। কেউ নিজের সম্পূর্ণ গল্প প্রকাশ করে না।”

আরও যোগ করেন, “সাফল্যের পেছনেও থাকে অসংখ্য ব্যথা, হাসির আড়ালেও লুকিয়ে থাকে কান্না, আত্মবিশ্বাসের পেছনেও থাকে ভেঙে যাওয়ার গল্প। পৃথিবী আপনার কষ্টকে প্রশ্রয় দেবে না, তাই ‘ভালো আছি’ এই মুখোশের আড়ালেই বাঁচতে হয়।”

তার এই আবেগঘন লেখায় অনেকে খুঁজে পাচ্ছেন জীবনের কঠিন সময় পেরিয়ে আসা এক নারীর দৃঢ়তা ও আত্মমর্যাদার প্রতিফলন।

Share.
Leave A Reply

Exit mobile version