লক্ষ্মীপুরে এক ব্যবসায়ী ও বিএনপি নেতার বসতঘরে নৃশংস অগ্নিসংযোগের ঘটনায় সাত বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ওই নেতা ও তার দুই কন্যা। দুর্বৃত্তরা ঘরের চারপাশে পেট্রল ঢেলে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ভয়াবহ ঘটনা ঘটে। আগুনে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। দগ্ধদের মধ্যে রয়েছেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এবং তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। বেলাল হোসেন স্থানীয় সূতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে আটকা পড়েন সবাই। এতে শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর দগ্ধ হন বেলাল ও তার দুই কন্যা।

পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বিথি ও স্মৃতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ পাঠানো হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাটি পরিকল্পিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের পেছনে নাশকতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version