ঢাকার সাভারের গেন্ডা ইউটার্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। আগুনের তাপ টের পেয়ে বাসের ভেতরে বিশ্রাম নেওয়া চালক দ্রুত নিচে লাফিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় সাড়ে ১০টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভায়।

চালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়। শ্রমিকদের নামিয়ে দিয়ে রাতেই বাসটি গেন্ডা এলাকায় পার্ক করে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ পেছনের অংশ থেকে তীব্র তাপ অনুভব করে বাইরে বেরিয়ে আসেন।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পর দুইটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ জানান, বাসের পেছনের অংশেই আগুনের সূত্র পাওয়া গেছে। এটি স্বাভাবিক দুর্ঘটনা নাকি কোনো ধরনের নাশকতা—তা খতিয়ে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version