যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের মামলা করার হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
যৌন অপরাধী এপস্টেইন নিয়ে মন্তব্যের জেরে তিনি এই হুমকি দিয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, “ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন যৌন অপরাধী জেফরি এপস্টেইন”, হান্টার বাইডেনের এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন মেলানিয়া।
বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে “১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ” আদায়ের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হান্টার বাইডেনের আইনজীবীদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন মার্কিন ফার্স্টলেডির আইনজীবীরা।
এর আগে এই মাসের শুরুতে হান্টার বাইডেন একটি সাক্ষাৎকারে এপস্টেইনের সাথে ট্রাম্পের পুরোনো সম্পর্কের সমালোচনা করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প এপস্টেইনের বন্ধু ছিলেন, তবে ২০০০ সালের গোড়ার দিকে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার বিয়ে হয়।