লায়লাকে মারধরসহ হুমকি-ধামকির অভিযোগে ক্যান্টনমেন্ট থানার নন-এফআইআর মামলায় গ্রেপ্তার টিকটকার মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

প্রিন্স মামুনের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, লায়লা টিকটকার মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ সকালে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসে। আমরা তার জামিনের প্রার্থণা করি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত বছরের ৪ জুন প্রিন্স মামুন লায়লার বাড়িধারা ডিওএইচএসের বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেয়। তাকে মারধরসহ বিভিন্ন প্রকার হুমকি দেয়। এমনকি প্রাণনাশেরও ভয় দেখায়। পরে লায়লা ক্যান্টনমেন্ট থানায় জিডি করেন।

Share.
Leave A Reply

Exit mobile version