বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশে নতুন মব কালচার শুরু হয়েছে। বাংলাদেশে জীবনে এ রকম মব কালচার ছিল না। এগুলো তো হচ্ছে।’

এবারের দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপে প্রধান অতিথি হিসেবে হাজির হন রুমিন ফারহানা। পূজা পরিদর্শনে গিয়ে এ সব কথা বলেন তিনি।

দেশে একটি নির্বাচন দরকার উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘আমাদের একটা নির্বাচন দরকার ভাই।

তিনি বলেন, মানুষ যাকে ভোট দেবে। সেটা যাকেই দিক। আমি বলছি না আমার দলকেই ভোট দিতে হবে। না দিলে এক্কেবারে খবর হয়ে যাবে। না ভাই, আমি এটা বলছি না।

তিনি আরও বলেন, যাকে ভালো লাগে ভোট দেন। আল্লাহর ওয়াস্তে একটা জবাবদিহিতামূলক সরকার বাংলাদেশে আসুক। একটা ভোটে নির্বাচিত সরকার আসুক। তাহলে অন্তত এই মাজার ভাঙা, সংখ্যালঘুদের ওপর হামলা কিংবা ডাকাতি, এই ঘটনাগুলো অন্তত কমে আসবে। বন্ধ হবে। আইনের আওতায় আসবে।’

Share.
Leave A Reply

Exit mobile version