ফেনী সদর উপজেলার গ্রামীণ ব্যাংক–এর শর্শদি বাজার শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে।
গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ব্যাংক চত্বরে প্রবেশ করে মূল ভবনের ফটকের বাইরে আগুন ধরিয়ে দেয়। রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড বিষয়টি টের পান। পরে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে যায়।
এ বিষয়ে ফেনী মডেল থানা–র পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।


