ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ এক ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়েছে বহু শহর। ধসে পড়েছে ভবন, দেখা দিয়েছে ভূমিধস। এখনো নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর উদ্ধারকারীরা আশঙ্কা করছেন—ধ্বংসস্তূপের নিচে আরও অনেক প্রাণ চাপা পড়ে থাকতে পারে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে সেবু দ্বীপের উত্তরাঞ্চলের বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯। প্রায় ৯০ হাজার মানুষের শহর বোগোতেই সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে। শুধু এই শহরেই চার শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে; তাদের মধ্যে তিনজন ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে মারা যান।

পাশের সান রেমিগিও এলাকায় আরও পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। এ এলাকার একটি খেলার মাঠ থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজন ছিলেন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্য। ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে আরও এক শিশু। অন্যদিকে তাবুয়েলানে একজনের মৃত্যুর খবর মিলেছে।

উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তা উইলসন রামোস বলেন, “অনেক ভবন ধসে পড়েছে, তবে কতজন নিখোঁজ তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আফটারশক ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে উদ্ধারকাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে।”

ভূমিকম্পের তীব্রতায় সেবু শহর ও আশপাশের সড়কে বড় ফাটল দেখা দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ লাইন। ফলে বহু এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়। পরে ফিলিপাইনের ন্যাশনাল গ্রিড করপোরেশন জানায়, মধ্যরাতের পর ধীরে ধীরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ফিরতে শুরু করেছে।

ঘটনার সময় বানতাইয়ান শহরে থাকা ২৫ বছর বয়সী তরুণ মারথাম প্যাসিলান জানান, তিনি একটি পুরনো গির্জার কাছে ছিলেন। হঠাৎ বিকট শব্দে হতবাক হয়ে যান। গির্জা থেকে পাথর খসে পড়তে দেখলেও সৌভাগ্যক্রমে সেসময় কেউ আহত হননি।

ভূমিকম্পের পর পুরো ফিলিপাইনজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-আতঙ্ক। অনেকে এখনো আশ্রয়কেন্দ্র, হাসপাতাল ও ধ্বংসস্তূপে স্বজনদের খোঁজ করছেন। সন্ধ্যার পর প্রতিকূল আবহাওয়া এবং বারবার পরাঘাতে প্রত্যন্ত এলাকায় উদ্ধার তৎপরতা আরও কঠিন হয়ে উঠেছে।

স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ফিলিপাইনের ইতিহাসে একাধিক দুর্যোগ ঘটলেও এই ভূমিকম্প ও তাৎক্ষণিক ধস-ভূমিধস পরিস্থিতিকে করেছে ভয়াবহ। এখনো অনেক পরিবার নিখোঁজ স্বজনদের ফেরার অপেক্ষায় দিন গুনছে।

সূত্র: এএফপি

Share.
Leave A Reply

Exit mobile version