বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এবার অবশেষে সিনেমাটি মুক্তির সুখবর জানালেন পরিচালক সাদেক সিদ্দিকী। তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আগামী ১৭ অক্টোবর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

পপি ও আমিন খানের পাশাপাশি সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইমন, শিরিন শিলাসহ অনেকে। জানা গেছে, ছবিটির শুটিং শুরু হয়েছিল ‘সাহসী যোদ্ধা’ নাম নিয়ে। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘ডাইরেক্ট অ্যাটাক’। করোনাকালে সিনেমাটির শেষ লটের শুটিং সম্পন্ন হয়।

উল্লেখ্য, পপি লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি পান। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করলেও, তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’(১৯৯৭)।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ে অসাধারণ অবদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন— ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে।

Share.
Leave A Reply

Exit mobile version