পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রযুক্তির যুগে যোগাযোগ যত সহজ হয়েছে, সঠিক তথ্যের আদানপ্রদান ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক দিবস উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘শহীদ আনাসের চিঠির মতো প্রত্যাশা আর দায়বদ্ধতার জায়গা থেকেই যদি সবাই কাজ করে, তবেই প্রকৃত পরিবর্তন আসবে।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে অনেক মানুষের ঠিকানা হারানোর শঙ্কা রয়েছে।

সেখানে ডাক বিভাগ ঠিকানা হালনাগাদের মাধ্যমে অবদান রাখতে পারে। আর ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি।’

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সেবার মান উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে ডাক বিভাগকে ই-কমার্সের সঙ্গে সংযুক্ত করা হবে। মানুষের মধ্যে ই-কমার্সের ওপর যে আস্থাহীনতা রয়েছে, তা দূর করতে কাজ করবে ডাক বিভাগ।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতেই এ দিবসটি পালন করা হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজন হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

Share.
Leave A Reply

Exit mobile version