শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, শিক্ষাদানের প্রকৃত সাফল্য শুধু মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় সম্পৃক্ত করে সামনে নিয়ে আসাই একজন শিক্ষকের আসল সার্থকতা।

মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের চার মাসব্যাপী ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো শিক্ষার্থী পিছিয়ে থাকলে তাকে দুর্বল হিসেবে চিহ্নিত করা ভুল। বরং এটি শিক্ষকের জন্য একটি চ্যালেঞ্জ। এ সময় তিনি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের প্রতি অধিকতর সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

শিক্ষকতাকে সাধারণ চাকরি হিসেবে না দেখে আজীবন দায়িত্ব হিসেবে পালনের তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, নৈতিকতা, আত্মমর্যাদা ও পেশাগত দক্ষতার মাধ্যমেই শিক্ষকতার সম্মান অর্জন করতে হয়। পাশাপাশি দলীয় রাজনীতি পরিহার করে কর্মযোগ্যতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. শাহ্ মো. আমির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নানসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষকদের হাতে সনদপত্র ও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পদক তুলে দেন প্রধান অতিথি।

Share.
Leave A Reply

Exit mobile version