ক্রীড়া ডেস্ক :
পাঁচ দিন পর ফের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন নিগার সুলতানা জ্যোতিরা। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ড গড়েছিলেন তারা। আজ সেই রেকর্ড ভেঙে দিলেন।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ ৬ উইকেটে রেকর্ড দলীয় সর্বোচ্চ ২৭৬ রান করেছে বাংলাদেশ।
রেকর্ড সংগ্রহে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জ্যোতি। আজ আইসিসির কাছ থেকে সুখবর পাওয়ার দিনে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৭ নম্বরে উঠার দিনে ১৪০.৬৭ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজিয়েছেন ১১ চারে।
জ্যোতির এমন ইনিংসের আগে অবশ্য বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত এনে দেন জোড়া ফিফটি করা ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা।
দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়ার পথে ৫৭ রানের ইনিংস খেলেছেন দুজনই। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ক্যাথরিন ব্রাইস।
টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। আজ জিততে পারলে ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাওয়ার পথটা আরো সহজ হবে প্রথম দুই ম্যাচজয়ী জ্যোতিদের।
কেননা শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই বাছাইপর্বের ফাইনালে খেলার সুযোগ পাবে। আর বাছাই পর্বের ফাইনাল মানেই আসন্ন ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত।