সময় সমাচার ডেস্ক :
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মূলত সেখানে তিনি তার এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, দলটির নাম হতে যাচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।
