অনলাইন ডেস্ক :

গুগল ও অ্যামাজনের মতো ই-কমার্স জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতায় এবার নতুন এআই শপিং টুল চালু করেছে ওপেনএআই। এই টুলের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা সরাসরি অনলাইনে পণ্য খুঁজে দেখতে, তুলনা করতে এবং কেনাকাটা করতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, ভাইরাল চ্যাটবট চ্যাটজিপিটির এই আপডেটের মূল লক্ষ্য হলো “ব্যবহারকারীদের পণ্য খোঁজার গতি বাড়ানো এবং ক্রয় সিদ্ধান্ত সহজ করা।” ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, নতুন ফিচারে ব্যবহারকারীরা পণ্যের ছবি, হালনাগাদ দাম ও সরাসরি কেনার লিংকও দেখতে পাবেন।

ওপেনএআই দাবি করেছে, এই ফলাফলগুলো নিরপেক্ষভাবে নির্বাচন করা হবে এবং এগুলো কোনোভাবেই বিজ্ঞাপন নয়। বরং ব্যবহারকারীর প্রশ্ন, আগের সার্চ, কাস্টম ইনস্ট্রাকশন এবং ক্রয় অভিপ্রায়ের ভিত্তিতে প্রাসঙ্গিক পণ্যগুলো দেখাবে চ্যাটজিপিটি।

এছাড়া পণ্য নির্বাচন প্রক্রিয়ায় দাম, রেটিং, রিভিউ, আকার এবং ব্যবহারকারীর আগের পছন্দের বিষয়গুলোও বিবেচনা করবে এআই টুলটি। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানের নিরাপত্তা মানও যাচাই করা হবে। তবে ওপেনএআই স্বীকার করেছে যে, মাঝে মাঝে ভুলও হতে পারে।

এই নতুন ফিচারটিকে অনলাইন খুচরা বাজারে সম্ভাব্য এক বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে প্রযুক্তি বিশ্লেষকরা। স্ট্যাটিস্টা-র এক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে বৈশ্বিক ই-কমার্স বাজারের মূল্য ৬ ট্রিলিয়ন ডলার ছাড়াবে।

চ্যাটজিপিটি বর্তমানে মাসে ৫০ কোটিরও বেশি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে বলে জানান ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। অন্যদিকে বেইন কনসালটেন্সির এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ গ্রাহক তাদের অন্তত ৪০ শতাংশ সার্চে এআই জেনারেটেড ফলাফলের ওপর নির্ভর করছেন। ফলে গুগলের সার্চ মার্কেট শেয়ার ৯০ শতাংশের নিচে নেমে এসেছে।

Share.
Leave A Reply

Exit mobile version