বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন।

রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন।

বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।

রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়ে একলাছ উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশের ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করে চলেছে। এ জন্য তাদের সম্প্রচার বন্ধ চেয়ে রিট করা হয়েছে। আবেদনে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ১৯ ও ২০ ধারা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

Share.
Leave A Reply

Exit mobile version