আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।

আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান তোলে ১৫১ রান। জবাবে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ওপেনারদের ১০৯ রানের জুটিতে জয়টা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে ১১৮ রানের মধ্যে ৬ উইকেট হারায় দল। সেই কঠিন পরিস্থিতি সামাল দেন রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহান। ঠাণ্ডা মাথায় খেলেই জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দলের অধিনায়ক জাকের আলী অনিক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন (মাঝের ব্যাটিং বিপর্যয়) হতেই পারে। আফগানিস্তানও ভালো দল। তবে ছেলেদের চেষ্টায় আমি খুব খুশি। আমরা শুরুটা ভালো করেছিলাম, যদিও পরে কিছুটা দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছিল। তবে ক্রিকেট মজার খেলা, দিনশেষে জয়-পরাজয়টাই মুখ্য। ব্যাটিং-বোলিংয়ে এখনও উন্নতির সুযোগ আছে। কাল আরও শক্তভাবে মাঠে নামব। বোলাররা নিয়মিত ভালো করছে, তবে শেষ দিকে কিছু রান বিলি করেছি। আজকের জয় অবশ্যই আমাদের আত্মবিশ্বাস জোগাবে। কালই (৩ অক্টোবর) জিতে সিরিজ নিশ্চিত করতে চাই।’

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল, ৩ অক্টোবর।

Share.
Leave A Reply

Exit mobile version