দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয়েছে।

মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এই ঘোষণা দেন।

‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভাষণে ইউন সুক-ইওল বলেন, “উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।”

তবে সরকারি শাসন ব্যবস্থা এবং গণতন্ত্র সুরক্ষায় সুনির্দিষ্ট কী ব্যবস্থা নেওয়া হবে ভাষণে তা বলেননি প্রেসিডেন্ট ইউন। সূত্র: রয়টার্সবিবিসিসিএনএনদ্য নিউ ইয়র্ক টাইমস

Share.
Leave A Reply

Exit mobile version