অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী ভ্রমণ ও আরামের অভিজ্ঞতায় বেশ সংবেদনশীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করেছেন থাইল্যান্ড ভ্রমণের স্মৃতি, বিশেষ করে সেখানকার বিখ্যাত ম্যাসাজের অভিজ্ঞতা।

উর্বী জানান, প্রতিবছর অন্তত একবার থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছে জাগে তার। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য যেমন তাকে টানে, তেমনি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেখানকার বডি ম্যাসাজ। নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “প্রতিবছর একবার থাইল্যান্ডে যেতে ইচ্ছে করে। থাইল্যান্ড খুবই সুন্দর। আর থাইল্যান্ডের ম্যাসাজ আসলেই বেস্ট। ম্যাসাজ নিতে নিতে ঘুমিয়ে পড়েছি। বাংলাদেশের ৫ হাজার হোক, ৬ হাজার হোক— থাইল্যান্ডের ম্যাসাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা।”

তিনি আরও যোগ করেন, থাইল্যান্ড ভ্রমণে অনেক হাঁটতে হয়, তাই শেষে একটি ম্যাসাজ সত্যিই স্বস্তি এনে দেয়।

শুধু ভ্রমণ নয়, অভিনয় জীবনেও উর্বী বর্তমানে আলোচনায় আছেন। সম্প্রতি মুক্তি পাওয়া নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Share.
Leave A Reply

Exit mobile version