ক্রীড়া ডেস্ক :
কঠিন সময় পার করছেন তাসকিন আহমেদ। পায়ের গোড়ালির চোটে পড়ে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি এই টাইগার পেসার। দ্রুত পুনবার্সনের জন্য চিকিৎসা করাতে ইংল্যান্ডে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফিরে চোটমুক্ত হওয়ার সব চেষ্টাই করে যাচ্ছেন তাসকিন। মিরপুরের মাঠে নিয়মিত অনুশীলন করছেন। রানিং সেশনে দিচ্ছেন বাড়তি মনোযোগ। এক ফাঁকে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। সেখানে শ্রীলঙ্কা সফরে দলে ফেরার আশা করেছেন টাইগার পেস বোলার |
পুনবার্সন পরিকল্পনার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘রিহ্যাবিলিটেশন চলছে। বোর্ড থেকে আমাদের জাতীয় দলের ট্রেনার, ফিজিও এবং ইংল্যান্ডে আমি যে বিশেষজ্ঞ দেখিয়েছি তারা সবাই মিলে যে প্রোগ্রাম সেট করেছে, এগুলো রিহ্যাবিলিটেশনেরই পার্ট। প্রায় ৫টা সেশন গেল এবং শর্ট রানে বোলিংও শুরু করেছি।’ শ্রীলঙ্কা সিরিজেই ফেরার ইচ্ছা তাসকিনের।
ফেরা না ফেরা ম্যানেজমেন্টের হাতে। তাসকিন আপাতত সেদিক নিয়ে ভাবছেন না। তার নজর সুস্থ হওয়ার দিকে, ‘কোনো ইনজুরি হলে নির্দিষ্ট করে তারিখ বলা কঠিন। আল্লাহ না করুক কোনো সমস্যা হলে তখন হয়তো ম্যানেজমেন্ট থেকে একটা সিদ্ধান্ত নেবে কি করা যায়। আশা করছি কোনো সমস্যা হবে না, যেহেতু এখান থেকে ভালো সুখবর দিছিল যে সার্জারি ছাড়া রিহ্যাবিলিটেশনে সুস্থ হয়ে যাওয়া সম্ভব।’