বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিরের কবর জিয়ারতে যাবেন।

শনিবার সকালে দলটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন।

এ কর্মসূচির ধারাবাহিকতায় তিনি পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের খোঁজখবর নেবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version