দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রকাশ হয়েছে বিশেষ সংগীত ‘নেতা আসছে’—যা ইতোমধ্যেই তৈরি করেছে ব্যাপক সাড়া।

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজের কণ্ঠে গাওয়া এই গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রজেক্টের পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর মুহূর্তেই এটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গানের কথায় তারেক রহমানকে ‘মা, মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক মহলেও বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে, এই গানটি যেন সেই আবেগেরই সাংস্কৃতিক প্রতিফলন। সংশ্লিষ্টদের মতে, গানটি স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলবে।

Share.
Leave A Reply

Exit mobile version