তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ভিত্তিতে গঠিত আপিলের রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গত ১১ নভেম্বর শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।
দশ দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আপিল শুনানিতে বিএনপির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আদালতে দাঁড়ান সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
১৯৯৬ সালে জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাস করে। এর বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। পরে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন। রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু পরিবর্তন এনে পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন সংসদে পাস হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশ করা হয়।
ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং আরও একজন ব্যক্তি পৃথকভাবে রিভিউ আবেদন করেন। এসব রিভিউ আবেদন থেকে সৃষ্ট আপিল শুনানির অনুমতি (লিভ টু আপিল) গত ২৭ আগস্ট মঞ্জুর করে আদালত এবং ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেন।
এদিকে গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে বাতিল করেন।
দেশের রাজনীতি ও নির্বাচনব্যবস্থায় ব্যাপক আলোচনার সৃষ্টি করা এ মামলার আপিলের রায়কে ঘিরে সবার নজর আজ সুপ্রিম কোর্টের দিকে।


