ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না, কোনো ভাতের হোটেল থাকবে না।
আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম মল্লিক প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায়বিচার পাবেন।’ তিনি আরও বলেন, ‘ডিবিতে নায়ক-নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডাখানা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল।’
ডিবি জবাবদিহির ঊর্ধ্বে নয় জানিয়ে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমিও জবাবদিহির ঊর্ধ্বে নই। যত দিন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করব, তত দিন ন্যায়-নীতি, সততা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করব।’
ডিবিতে কোনো ধরনের অন্যায়-অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
দুর্গাপূজায় বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ডিবির সদস্যরা সাদাপোশাকে দায়িত্ব পালন করছেন বলেও জানিয়েছেন রেজাউল করিম মল্লিক।