ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের উদ্দেশ্যে ‘লাস্ট ওয়ার্নিং’ বা ‘শেষ সতর্কতা’ জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এ সতর্কবার্তায় তিনি হামাস নেতাদের গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। তবে ট্রাম্পের এ হুমকি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি।

এদিকে হামাস ও গাজাবাসীকে হুমকি দিয়ে বুধবার ট্রাম্প তার নিজের সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, “এটি আপনাদের জন্য শেষ সতর্কতা! (হামাসের) নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা ত্যাগ করার। আপনাদের জন্য এখনও এই সুযোগটি রয়েছে।”

তিনি আরও লিখেছেন, “এছাড়াও, গাজার জনগণের কাছে (আমার বার্তা): আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে, কিন্তু আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না। যদি আপনারা তেমন কিছু করেন, তাহলে আপনি মৃত! স্মার্ট সিদ্ধান্ত নিন।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এক ফিলিস্তিনি জানিয়েছেন, তারা ট্রাম্পের হুমকিকে পরোয়া করেন না। কারণ তাদের শিকড় হলো গাজা উপত্যকা। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল তার বাড়ি, তার পাড়া সব ধ্বংস করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি গাজা ছাড়বেন না। এখানেই মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন।

Share.
Leave A Reply

Exit mobile version