রাতভর টানা বৃষ্টির পর ভোরে ঘুম ভাঙতেই রাজধানী ঢাকা যেন জলাবদ্ধতার শহর। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই জমে আছে হাঁটুসমান পানি। অফিসগামী কিংবা শিক্ষার্থীরা সকালে ঘর থেকে বের হয়েই পড়েছেন চরম ভোগান্তিতে।

মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার ও মৌচাকের বিভিন্ন এলাকায় রাস্তাজুড়ে পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের আশপাশেও একই চিত্র। ফলে যানবাহনের গতি কমে গিয়ে অনেক এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে টানা দুই দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ২৪ ঘণ্টার মধ্যেই এবং অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version