ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেল্পারসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে যাচ্ছিল। বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।

রোববার (৪ জানুয়ারি) ভোরে ট্রাকের হেল্পার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল প্রায় ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে বলে জানা গেছে।

শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version