ক্রীড়া ডেস্ক :
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচারের দায়িত্ব নিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দেশের কোনো বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারে আগ্রহ না দেখানোয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিটিভির দ্বারস্থ হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরিজের দুটি টেস্ট ম্যাচই তারা সরাসরি সম্প্রচার করবে।
গত কয়েক বছরে বাংলাদেশের ঘরের মাঠের আন্তর্জাতিক ম্যাচগুলো সম্প্রচারের দায়িত্বে ছিল টি-স্পোর্টস ও জিটিভি। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের পর তাদের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ১৯ মার্চ বিসিবি নতুন সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)’ এবং আর্থিক প্রস্তাবসহ দরপত্র আহ্বান করে। তবে ৭ এপ্রিল শেষ সময় পার হলেও কোনো আগ্রহী প্রতিষ্ঠান সাড়া দেয়নি।
ফলে বিকল্প হিসেবে বিটিভির সঙ্গে যোগাযোগ করে বিসিবি, এবং তারাই এবার সিরিজটি সম্প্রচার করবে।
বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে ২৮ মে, চট্টগ্রামে।
এদিকে সিলেট টেস্টের টিকিটের মূল্যও ঘোষণা করেছে বিসিবি। ১৮ এপ্রিল সকাল ১০টা থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া ম্যাচের আগের দিন থেকে স্টেডিয়ামের কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ধাপে ধাপে—গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউজের টিকিট ২৫০ টাকা, ২ নম্বর গেটের পূর্ব গ্যালারি ১৫০ টাকা, শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ১০০ টাকা এবং গ্রিন হিল, শহিদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম) ও ৩ নম্বর গেটের পূর্ব গ্যালারির টিকিট ৫০ টাকা করে।