স্বতন্ত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ‘জুলাই ঐক্য’।
শনিবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর সাইন্স ল্যাব এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে এটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্যের নেতারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থী ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে এসব প্রার্থীকে প্রতিযোগিতায় রেখে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা চলছে।
নেতারা দাবি করেন, স্বতন্ত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বহাল থাকলে নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না। তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে এসব বিতর্কিত মনোনয়ন বাতিল করা জরুরি।
শাহবাগে সমাবেশে দেওয়া বক্তব্যে নেতারা আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তারা তাদের দাবি তুলে ধরছেন। তবে দাবি বাস্তবায়ন না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
তারা জানান, বর্তমান কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা না নিলে জুলাই ঐক্য বৃহত্তর আন্দোলনের পথে যাবে।
মশাল মিছিলকে কেন্দ্র করে শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।
জুলাই ঐক্যের নেতারা জানান, রোববার নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা জানান।


