ক্রীড়া ডেস্ক :
শক্তিমত্তায় পিএসজি থেকে অনেকটাই পিছিয়ে অ্যাস্টন ভিলা। তবুও ভিলা পার্কে জয় পেয়েছে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্তিনেজের দল। কিন্তু গেল সপ্তাহে পার্ক দে প্রিন্সেসে ৩-১ গোলের হারই যেন কাল হয়ে গেল অ্যাস্টন ভিলার জন্য। ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে।
অন্যদিকে হারের পরেও সেমিফাইনালে যাচ্ছে পিএসজি। টানা দ্বিতীয়বারের মতো তারা নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে অংশগ্রহণ। রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের মধ্যেকার ম্যাচের ফলাফল শেষে জানা যাবে কারা হবে পিএসজির প্রতিপক্ষ।
পিএসজি অবশ্য এই ম্যাচ থেকে ছিটকে যেতেও পারতো। তবে লিভারপুল ম্যাচের মতো এবারেও ত্রাতা গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুম্মা। অন্তত দুইবার নিশ্চিত গোল হজম থেকে দলকে বাঁচিয়েছেন এই ইতালিয়ান। তাতে অ্যাস্টন ভিলার বীরত্বটাও খানিক ম্লান হচ্ছে বৈকি। ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে ম্যাচটা জিতলেও অ্যাস্টন ভিলার সেমিফাইনাল বঞ্চিত হয়েছে তো ওই ডোনারুম্মার কারণেই।
ম্যাচ হেরে গেলেও অ্যাগ্রিগেটের ব্যবধান ধরে রেখে সেমিতে চলে যায় পিএসজি। রাউন্ড অব সিক্সটিনের পর কোয়ার্টার ফাইনালেও ইংল্যান্ড থেকেই জিতে ফিরল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।