আরও একবার একই ছবিতে অভিনয় করতে চলেছেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। খবর ছড়াতেই বলিউডে গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার নতুন সিনেমাতে এক সঙ্গে অভিনয় করবেন এ তারকা দম্পতি। জানা যায়, ছবিতে মুখ্য চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। ছবিতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সাইফ ও কারিনাকে। এ দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী পরিচালক। বর্তমানে নতুন ছবি ‘স্পিরিট’-এর প্রস্তুতি নিতে শুরু করেছেন সন্দীপ। 

প্রভাসের সঙ্গেও এটি প্রথম ছবি হতে চলেছে পরিচালকের। যদিও নির্মাতারা এখনও পর্যন্ত এই ছবি নিয়ে কোনও তথ্য প্রকাশ করেননি। তবে শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরই মুক্তি পেতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version