ঘন কুয়াশার কারণে শনিবার (২৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিজিবিলিটি কমে গিয়ে বিমান চলাচল ব্যাহত হয়েছে। নিরাপত্তার কারণে ৮টি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পরিচালনা করা হয়েছে।

তথ্য অনুযায়ী, এসব ফ্লাইটের মধ্যে ৩টি চট্টগ্রাম, ৪টি কলকাতা এবং ১টি ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইটের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। একই সঙ্গে দেরি হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।

Share.
Leave A Reply

Exit mobile version