২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল এবং ১০ এপ্রিল গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা, ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের, এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

তবে আবেদন শুরুর তারিখ পরবর্তী বৈঠকে নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। এ সময় ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version