ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখল করতে চায় ইসরায়েল। এমনটাই জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের প্রভাবমুক্ত একটি ভবিষ্যৎ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার জন্য ইসরায়েল গাজা উপত্যকা দখল করতে চায়।

শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েল গাজা নিয়ন্ত্রণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সেখান থেকে হামাসকে সরাতে, সেখানকার জনগণকে মুক্ত করতে এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দিতে চাই যা হামাস নয় এবং ইসরায়েলকে ধ্বংস করতে চায় এমন কোনো পক্ষও নয়।”

তিনি আরও বলেন, স্থায়ীভাবে গাজা শাসন করা তাদের উদ্দেশ্য নয়, বরং হামাসকে অপসারণ করে আঞ্চলিক আরব অংশীদারদের সহায়তায় একটি ভিন্ন স্থানীয় প্রশাসনকে সুযোগ দেওয়া।

২০০৫ সালে গাজা ছেড়ে চলে যাওয়ার আগে ইসরায়েল যেভাবে ২৬ মাইল দীর্ঘ এই ভূখণ্ডটি দখল করেছিল, সেভাবে আবারও পুরো গাজা পুনর্দখল করবে কিনা এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমরা এটি নিজেদের কাছে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা শাসক হিসেবে সেখানে থাকতে চাই না। আমরা এটিকে এমন আরব বাহিনীর হাতে তুলে দিতে চাই যারা আমাদের হুমকি না দিয়ে এটি সঠিকভাবে পরিচালনা করবে এবং গাজার জনগণকে একটি ভালো জীবন দেবে।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বিধ্বংসী হামলায় ৬১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই সামরিক অভিযান গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়াও গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতেও তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচার চলছে।

Share.
Leave A Reply

Exit mobile version