বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবেই গ্রহণ করতে পারছেন।

ডা. জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসকরা এ বিষয়ে আশাবাদী এবং ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version