চীনের আর্থিক সেবা প্রতিষ্ঠান টপপে বাংলাদেশে চালু করেছে ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ। এর ফলে গ্রাহকরা সহজ, ঝামেলামুক্ত ও সুবিধাজনক উপায়ে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে টপপের অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসময় প্রতিষ্ঠানটি অপো, রিয়েলমি ও ওয়ানপ্লাসের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দেয়। ফলে গ্রাহকরা শুধু কিস্তিতে ফোন কেনার সুযোগই পাবেন না, চাইলে নিয়মিত তাদের ডিভাইসও আপগ্রেড করতে পারবেন। বিশেষ করে তরুণ ও পেশাজীবীদের জন্য এটি নতুন প্রযুক্তি ব্যবহারে আরও বড় সুবিধা এনে দেবে।

টপপের সিইও চেনফেই জানান, “আমরা ইতোমধ্যে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করেছি এবং আগামী কয়েক বছরে আরও ২,৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে ১৫ লাখের বেশি গ্রাহককে সেবা দেওয়া। শুধু মোবাইল ফাইন্যান্সিং নয়, ভবিষ্যতে আর্থিক সেবা, পেমেন্ট, সামাজিক দায়িত্ব ও দাতব্য কাজেও যুক্ত হবো।”

প্রতিষ্ঠানটির মতে, এ উদ্যোগ শুধু স্মার্টফোন কেনার পদ্ধতিই বদলাবে না; বরং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরেও ইতিবাচক ভূমিকা রাখবে। সহজ কিস্তির কারণে আরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহারে সক্ষম হবে, যা ডিজিটাল সেবার বিস্তার ঘটিয়ে একটি প্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তুলবে।

টপপে দেখিয়েছে, তারা কেবল ব্যবসা নয়—বরং বাংলাদেশের টেক ইকোসিস্টেম ও গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে এগোতে চায়।

Share.
Leave A Reply

Exit mobile version