ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ যেন শুভমান গিলের রূপকথার মঞ্চ। ব্যাট হাতে রানের ফুলঝুরি ছড়াচ্ছেন এই তরুণ ভারতীয় ওপেনার। সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ এক শতক হাঁকিয়ে শুধু ম্যাচে নয়, পরিসংখ্যানেও লিখেছেন নতুন ইতিহাস। গিল এখন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক, পেছনে ফেলেছেন কিংবদন্তি বিরাট কোহলিকে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত গিলের সংগ্রহ ৩৯ ম্যাচে ২,৮০০ রান, গড় ৪৩.০৬। সর্বোচ্চ ইনিংস ২৬৯ রানের, সঙ্গে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৮টি অর্ধশতক। অন্যদিকে, বিরাট কোহলি ৪৬ ম্যাচে করেছেন ২,৬১৭ রান, গড় ৩৫.৩৬।

গিলের এই রেকর্ড তাঁকে রোহিত শর্মা, ঋষভ পন্ত ও কোহলির চেয়ে এগিয়ে দিয়েছে ভারতের ব্যাটিং তালিকায়। বর্তমানে বিশ্বব্যাপী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ তিন রানসংগ্রাহক হলেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং মারনুস লাবুশেন।

Share.
Leave A Reply

Exit mobile version