কেটে গেছে ১২ বছর। ‘থ্রি’ সিনেমার জনপ্রিয় ও ভাইরাল গান ‘হোয়াই দিস কোলাভারি ডি?’ ধানুষের গাওয়া সেই গান এখনো মানুষের মনে স্পষ্ট। এখনও অভিনেতা-প্রযোজককে ওই গান নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ওই গান এখনো তাকে ‘তাড়া করে’।

এক অনুষ্ঠানে ধানুষের ‘কোলাভারি ডি’ গাইতে বলা হয় এবং এই গানটি কী ভাবে তৈরি হয়েছিল সেটি জিজ্ঞেস করা হয়। 

তিনি খুব হতবাক হয়ে বলেন, ‘কোলাভারি ডি… এই গানটা এখনও আমাকে তাড়া করে বেড়ায়।’ এর পরেই তিনি হাসতে থাকেন। তিনি জানান গানটি ‘এত রাতে’ তৈরি হয়েছিল যে তাঁরা সকালে সেটির ব্যাপারে ভুলেও গিয়েছিলেন।

ধনুষ বলেন, ‘আমরা কম্পিউটার স্ক্রিনে একটা আইকন দেখতে পাই লেখা ‘কোলাভারি ডি’। সেটি খুলি এবং তারপর আমাদের মনে পড়ে যে এটা তো তৈরি করেছিলাম। গান তৈরি করে সেটি ভুলেই গিয়েছিলাম। মজা হয়েছিল, কিন্তু কখনও ভাবিনি এটা এত বড় সেনসেশন হয়ে উঠবে। এগুলো পরিকল্পনা করে হয় না, ঈশ্বরের কৃপায় হয়…।’ 

মঞ্চে কয়েক লাইন তাকে এই গান গাইতেও শোনা যায়।

Share.
Leave A Reply

Exit mobile version