সময় সমাচার ডেস্ক :

ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকে হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে রাজধানীর রাজপথে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ। ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত মিছিলে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মিছিলে প্রথম সারির শিক্ষার্থীরা শরীরে কাফনের কাপড় জড়িয়ে নেমে আসেন রাজপথে। ঢাকা তেজগাঁও পলিটেকনিক লতিফ হলের গেট থেকে শুরু হয়ে সাতরাস্তা প্রধান সড়ক ঘুরে পলিটেকনিক দক্ষিণ গেটে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভের সময় রাজধানীর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

তা ছাড়া একই সময়ে সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একই ধরনের মিছিলের আয়োজন করেন।

বুধবারও (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কেও অবস্থান নেন তাঁরা।

Share.
Leave A Reply

Exit mobile version