কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, রবিবার রাতেই স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি নিশ্চিত করে। দুর্ঘটনায় পড়া বাসটিতে একটি স্কুল ভ্রমণ শেষে ফেরত আসা শিক্ষার্থীরা ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিন অভিমুখে যাচ্ছিল। বাসটিতে অ্যান্টিওকুইনো হাই স্কুল-এর শিক্ষার্থীরা ছিল, যারা একটি শিক্ষা সফর শেষে বাড়ি ফিরছিল।
গভর্নর আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর উদ্যাপনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল। কিন্তু সেই আনন্দঘন সফরই পুরো কমিউনিটির জন্য এক গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডিসেম্বর মাসের এই মর্মান্তিক দুর্ঘটনাকে তিনি “অত্যন্ত হৃদয়বিদারক” বলে উল্লেখ করেন।
সূত্র: রয়টার্স



