সময় সমাচার ডেস্ক

সম্প্রতি এক বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কিত পরিবারগুলোর মধ্যে ছড়িয়ে পড়া ভয় ও উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, গত ৯ বছর ধরে তিনি এবং তার পরিবারের সদস্যরা, বিশেষত যারা বিএনপির সাথে সম্পর্কিত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরন্তর আতঙ্কের মধ্যে জীবনযাপন করেছেন।

মাহফুজ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রধান কৌশল ছিল বিরোধী দলের প্রতি ভয় এবং আতঙ্ক সৃষ্টি করা। তার মতে, হাসিনার উদ্দেশ্য ছিল বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের পরিবারকে আতঙ্কিত করে রাখা, যাতে তারা সবসময় উদ্বিগ্ন ও নিরাপত্তাহীন থাকে।

তিনি বলেন, আমাদের বাংলাদেশে এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল যুদ্ধাবস্থার মতো। এখানে যারাই রাজনীতির বিরোধিতা করছে, তাদেরকেই সন্ত্রাসী জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা, তাদের আতঙ্কগ্রস্ত রাখাকে স্বাভাবিক করে রাখা হয়েছিল। এমন যে, ওরা যেহেতু সন্ত্রাসী ওদেরকে মারাই যায়। 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1L2PC5u3ej/

Share.
Leave A Reply

Exit mobile version