সময় সমাচার ডেস্ক :
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার (১৫ এপ্রিল) অসদুপায়ের জন্য ১৮ জন পরিদর্শক এবং ৮৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এ বছর ২০২৪ সালের তুলনায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী কম। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। অবশ্য, অনেকেই পরীক্ষায় অংশ নেয়নি। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষায় বহিষ্কৃত পরিদর্শকদের মধ্যে ১৫ জন কারিগরি শিক্ষা বোর্ডের এবং তিনজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩৬ জন কারিগরি বোর্ডের, ৩১ জন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এবং ১৬ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন। প্রথম দিনে অসদুপায়ের জন্য বহিষ্কৃত হয়েছিল ২২ জন পরীক্ষার্থী।
স্বাভাবিকভাবেই প্রথম দিনে অনুপস্থিত পরীক্ষার্থীরা পরের পরীক্ষাগুলোতেও অনুপস্থিত থাকে। প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী।