দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। রোববার রাতে শ্বাসরুদ্ধকর এ ম্যাচের নায়ক ছিলেন তরুণ ব্যাটার তিলক ভার্মা, যিনি অপরাজিত ৬৯ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফের বলে অভিষেক শর্মা (৫) ক্যাচ তুলে দেন হারিস রউফের হাতে। এরপর দ্রুত সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব (১) ও শুভমান গিল (১২)। হঠাৎ করেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় শিবির।

সংকটময় সময়ে ব্যাট হাতে দলকে উদ্ধার করেন তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। তবে দলীয় ৭৭ রানে স্যামসন ২৪ রানে আউট হলে আবারও দুশ্চিন্তা বাড়ে।

পরে শিবম দুবে এসে তিলকের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন। কিন্তু ১৩৭ রানে দুবে আউট হলে ম্যাচে ফেরে উত্তেজনা। শেষ ওভারে গড়ানো লড়াইয়ে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত।
অপরাজিত তিলক ভার্মার ৫৩ বলে ৬৯ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে পাকিস্তান। ওপেনিং জুটিতে শাহিবজাদা ফারহান ও ফখর জামান যোগ করেন ৮৪ রান। ফারহান ৩৮ বলে ৫৭ রান করে আউট হলে শুরু হয় পাকিস্তানের ব্যাটিং ধস।
মাত্র ২১ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাবর আজমের দল। শেষ পর্যন্ত ১৪৬ রানে গুটিয়ে যায় তারা। ফখর জামান ৩৫ বলে ৪৬ রান করেন।

ভারতের হয়ে কুলদীপ যাদব নেন সর্বোচ্চ ৪ উইকেট। অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ নেন ২টি করে উইকেট।

Share.
Leave A Reply

Exit mobile version