জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের মধ্যে ১৪ জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি সাতজনের বরখাস্তের আদেশ পরে দেয়া হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের মধ্যে ১৪ জনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি সাতজনের বরখাস্তের আদেশ পরে দেয়া হবে। এছাড়া আরো শতাধিক কর্মকর্তার নামের তালিকা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ তালিকা বাড়তে বা কমতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা পৃথক প্রজ্ঞাপন সূত্রে গতকাল ১৪ জনের নাম জানা গেছে। তাদের মধ্যে কাস্টমস বিভাগের দুজন অতিরিক্ত কমিশনার, একজন উপকমিশনার ও দুজন রাজস্ব কর্মকর্তা এবং আয়কর বিভাগের একজন অতিরিক্ত কর কমিশনার, পাঁচজন যুগ্ম কর কমিশনার ও তিনজন উপকর কমিশনার রয়েছেন।
তারা হলেন কাস্টমস অনুবিভাগের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (অতিরিক্ত কমিশনার) সিফাত-ই-মরিয়ম; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর-মূল্য সংযোজন করের (ভ্যাট গোয়েন্দা) অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার, দ্বিতীয় সচিব (উপকমিশনার-ভ্যাট বাস্তবায়ন সেবা ও আবগারি) মো. শাহাদাত জামিল। আয়কর অনুবিভাগের কর অঞ্চল ৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, কর অঞ্চল ২-এর বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার) মাসুমা খাতুন, কর অঞ্চল ১৫-এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কর অঞ্চল কুষ্টিয়ার যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, কর অঞ্চল নোয়াখালীর যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কর অঞ্চল কক্সবাজারের যুগ্ম কর কমিশনার মো. আশরাফুল আলম প্রধান। তিন উপকর কমিশনার হলেন কর অঞ্চল খুলনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, কর অঞ্চল রংপুরের মোসা. নুশরাত জাহান শমী, কর অঞ্চল কুমিল্লার ইমাম তৌহিদ হাসান শাকিল। এছাড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার রাজস্ব কর্মকর্তা শফিউল বশর ও কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকার (উত্তর) রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া।
প্রজ্ঞাপনগুলোয় বলা হয়েছে, বদলির আদেশ অবজ্ঞা করে প্রকাশ্যে ছিঁড়ে সরকারি আদেশ অমান্য করা হয়েছে। এছাড়া আদেশের কপি ছিঁড়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা হয়েছে—এমন অভিযোগে ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সেজন্য সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী এসব কর্মকর্তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বণিক বার্তাকে বলেন, ‘২১ জনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বাকি সাতজনের আদেশ এনবিআর অথবা সংশ্লিষ্ট কমিশনারেট থেকে জারি করা হবে।’
এদিকে একই দিন কাস্টমস অনুবিভাগের ১১ কমিশনারের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টম হাউজে, রাজশাহী ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আব্দুল হাকিমকে পানগাঁও কাস্টম হাউজে, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর প্রকল্প পরিচালক জুয়েল আহমেদকে ঢাকা দক্ষিণের ভ্যাট কমিশনারেটে; চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক একেএম নুরুল হুদা আজাদকে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া কুমিল্লা ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঞাকে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে; কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট, ঢাকা ২-এর কমিশনার খন্দকার নাজমুল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক হিসেবে; রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার আবু নূর রাশেদ আহম্মেদকে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।
একই সঙ্গে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাসকে রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার; শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নান সরদারকে কুমিল্লা ভ্যাট কমিশনারেটের কমিশনার; চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে চট্টগ্রাম কাস্টম হাউজে এবং পানগাঁও কাস্টম হাউজের কমিশনার মিয়া মো. আবু ওবায়দাকে ঢাকা উত্তরের কাস্টমস বন্ড কমিশনারেটে বদলি করা হয়েছে।